Naya Diganta

শিপার্স কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শিপার্স কাউন্সিল অব বাংলাদেশ বার্ষিক সাধারণ সভা গতকাল শনিবার ঢাকায় অনুষ্ঠিত হয়। কাউন্সিলের সভাপতি মো: রেজাউল করিম এতে সভাপতিত্ব করেন। সভার শুরুতে করোনাসহ অন্যান্য অসুস্থতার কারণে গত বছর যেসব শিল্পপতি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সভায় রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি সর্বোপরি টাকার অবমূল্যায়ন এবং আমদানি পণ্যের মূল্য বৃদ্ধির কারণে দেশের সার্বিক অবস্থা এবং এসসিবির কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এশিয়ান শিপার্স অ্যালায়েন্স (এএসএ) ও গ্লোবাল শিপার্স অ্যালায়েন্সের (জিএসএ) সাথে কাউন্সিলের কর্মকাণ্ডের সম্পৃক্ততা ও অগ্রগতি নিয়েও আলোচনা করা হয় এবং এএসএ-এর বার্ষিক সভায় দক্ষিণ এশিয়ার সদস্য দেশগুলোর মধ্য থেকে এ কাউন্সিলের চেয়ারম্যান মো: রেজাউল করিমকে ২০২২-২৪ মেয়াদের জন্য ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত করায় তাকে অভিনন্দন জানানো হয়। সভায় এসবিসির সিনিয়র ভাইস চেয়ারম্যান মো: আরিফুল আহসান, ভাইস চেয়ারম্যান এ কে এম আমিনুল মান্নান (খোকন) প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।