Naya Diganta
স্ম র ণ

অচিন্ত্যকুমার সেনগুপ্ত

স্ম র ণ

অচিন্ত্যকুমার সেনগুপ্তের আজ মৃত্যুদিবস। তিনি প্রখ্যাত কবি, ঔপন্যাসিক ও সম্পাদক। ১৯০৩ সালের ১৯ সেপ্টেম্বর পিতার কর্মস্থল নোয়াখালী শহরে তার জন্ম। তাদের আদি নিবাস মাদারীপুর জেলায়। তার বাবা রাজকুমার সেনগুপ্ত ছিলেন আইনজীবী। ‘কল্লোল’ গোষ্ঠীর আরেক সদস্য, সাহিত্যিক বুদ্ধদেব বসুর মতো অচিন্ত্যকুমারেরও শৈশব ও বাল্যজীবন কাটে নোয়াখালীতে। তার প্রাথমিক শিক্ষাও এখানেই সম্পন্ন হয়। ১৯১৬ সালে পিতার মৃত্যুর পর তিনি কলকাতায় অগ্রজ জিতেন্দ্রকুমার সেনগুপ্তের কাছে চলে যান এবং সাউথ সুবার্বন স্কুল থেকে ম্যাট্রিক, সাউথ সুবার্বন কলেজ (বর্তমানে আশুতোষ কলেজ) থেকে আইএ, ইংরেজি সাহিত্যে অনার্সসহ বিএ, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং ল’ পাস করেন।
১৯৩১ সালে তিনি মুনসেফ হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরে সাব জজ, জেলা জজ এবং ল কমিশনের স্পেশাল অফিসার পদে উন্নীত হয়ে ১৯৬০ সালে অবসর নেন। ১৯২১ সালে প্রবাসী পত্রিকায় ‘নীহারিকা দেবী’ ছদ্মনামে অচিন্ত্যকুমারের প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের পরে কল্লোল যুগের যেসব লেখক সাহিত্য জগতে তুমুল আলোড়ন সৃষ্টি করেন, তিনি তাদের অন্যতম। তিনি উপন্যাস ও ছোটগল্প রচনায় বিশেষ কৃতিত্ব দেখিয়েছে। উপন্যাসের আঙ্গিকে আবেগমথিত ভাষায় ধর্মগুরুদের জীবনী লিখেও তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তার প্রথম উপন্যাস বেদে (১৯২৮)। এটি আধুনিক বাংলা সাহিত্যের একটি বিশিষ্ট উপন্যাস হিসেবে পরিগণিত। তার লেখায় আধুনিকতা অতি প্রবলভাবে ফুটে উঠেছে। ছোটগল্প রচনায়ও ছিলেন সিদ্ধহস্ত। সাধারণ মানুষের জীবনালেখ্য তার রচনার মুখ্য বিষয়। কর্মজীবনে নানা শ্রেণীর মানুষের সাথে অন্তরঙ্গ পরিচয় ঘটেছিল। অচিন্ত্যকুমারের গ্রন্থসংখ্যা প্রায় ৭০। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো। উপন্যাস- কাকজ্যোৎস্না; বিবাহের চেয়ে বড়, প্রাচীর ও প্রান্তর, প্রথম কদমফুল; কাব্যগ্রন্থ- অমাবস্যা, আমরা, প্রিয়া ও পৃথিবী, নীল আকাশ, পূর্ব-পশ্চিম, উত্তরায়ণ; জীবনীগ্রন্থ- পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ, বীরেশ্বর বিবেকানন্দ নাটক- একাঙ্ক নাট্য-সঙ্কলন, গল্পগ্রন্থ টুটাফুটা, কাঠ-খড় কেরোসিন, চাষাভূষা, একরাত্রি ইত্যাদি। অচিন্ত্যকুমার ১৯২৫ সালে কল্লোল পত্রিকা প্রকাশনার দায়িত্ব নিয়েছিলেন। তিনি বিচিত্রায়ও কিছু দিন কাজ করেন। তার অসাধারণ স্মৃতিচারণমূলক রচনা কল্লোল যুগ পাঠক-মহলে বেশ সাড়া জাগায়। ১৯৭৬ সালের ২৯ জানুয়ারি কলকাতায় তার মৃত্যু হয়।