Naya Diganta

সুইডিশ ও ডাচ পণ্য বয়কটের আহ্বান আল আযহারের

মিশরের শীর্ষ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়াতুল আজহার।

পবিত্র কুরআন অবমাননার কারণে সুইডিশ ও ডাচ পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে মিশরের শীর্ষ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়াতুল আজহার। বুধবার (২৫ জানুয়ারি) গোটা বিশ্বের মুসলিমদের প্রতি এ আহ্বান জানায় বিশ্ববিদ্যায়টি।

জানা যায়, ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হতে আবেদন জানায় সুইডেন। এতে ভেটো দেয় তুরস্ক। এর পরিপ্রেক্ষিতে স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে সুইডিশ রাজনীতিবিদ রাসমুস পালুদানকে বিক্ষোভের অনুমতি দেয় সুইডেন। তখন বিক্ষোভের নামে কোরআন অবমাননা করেন উগ্র ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের এ নেতা। এটাকে মত প্রকাশের স্বাধীনতা বলে সমর্থন করে সুইডেন সরকার। এর পরিপ্রেক্ষিতে বয়কটের আহ্বান জানায় বিশ্ববিখ্যাত এ বিশ্ববিদ্যালয়টি।

জামিয়াতুল আযহার বলছে, কুরআন অবমাননা করা একটি গুরুতর অপরাধ। পণ্য বয়কটের মধ্য দিয়ে এর যথাযথ জবাব হতে পারে।

সূত্র : ডেইলি জং