Naya Diganta

করাচিতে এসে পৌঁছেছে তুর্কি সহায়তা জাহাজ

করাচিতে এসে পৌঁছেছে তুর্কি সহায়তা জাহাজ

পাকিস্তানের করাচিতে এসে পৌঁছেছে তুর্কি সহায়তা জাহাজ। জাহাজে আসা পণ্যগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত পাকিস্তানিদের মাঝে বিতরণ করা হবে।

বুধবার আনাদোলু এজেন্সি জানায়, করাচি বন্দরে নোঙর করা ওই জাহাজে ৯০০ টন খাদ্যপণ্য, কম্বল, শীতবস্ত্র ও ডিটারজেন্ট রয়েছে।

জাহাজটি হস্তান্তর ও গ্রহণের আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন সিন্ধু প্রদেশের গভর্নর কামরান তেসোরি, করাচিতে নিযুক্ত তুর্কি দূত জামাল সাঙ্গো এবং তুর্কি দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষসহ কয়েকটি দাতব্য সংস্থার কর্মকর্তারা।

এ সময় সিন্ধু প্রদেশের গভর্নর কামরান তেসোরি বলেন, ‘তুর্কি জনগণ পাকিস্তানিদের পাশে দাঁড়িয়েছে। যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা একা নয়।’

আগামী ফেব্রুয়ারিতে তুরস্ক থেকে আরো একটি সহায়তা জাহাজ পাকিস্তানে আসবে বলেও জানিয়েছেন কামরান তেসোরি। তিনি তুরস্কের এরূপ ধারাবাহিক সহায়তার জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

দ্বিতীয় জাহাজটি আগামী ৪ ফেব্রুয়ারি করাচিতে এসে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। ওই জাহাজে ৭৬৩ টন পণ্য আসবে।

সূত্র : আনাদোলু এজেন্সি