Naya Diganta

পিএসএলে দল পেয়েছেন সাকিব, খেলবেন যে দলের হয়ে

পিএসএলে দল পেয়েছেন সাকিব।

এবার পাকিস্তান মাতাতে যাচ্ছেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) অষ্টম আসরে দল পেয়েছেন তিনি। প্লেয়ার ড্রাফট থেকে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। 

পিএসএলে সাকিব আল হাসান পরিচিত মুখ। এর আগেও একাধিক আসরে খেলেছেন তিনি। ২০১৭ সালে পেশোয়ার জালমি ও ২০১৬ করাচি কিংসের হয়ে অংশ নেয়া সাকিব এবার যাচ্ছেন নতুন ঠিকানায়, খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে।

অবশ্য এর আগেও সাকিবকে দলে ভিড়িয়েছিল লাহোর কালান্দার্স। তবে ২০২১ সালের ওই আসরে অংশ নেননি সাকিব, নাম প্রত্যাহার করে খেলেন ঢাকা প্রিমিয়ার লিগে। যদিও এবারো পুরো আসর জুড়ে সাকিবকে পাওয়া নিয়ে আছে শঙ্কা, একই সময়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ।

সাকিবকে নিয়ে বেশ শক্তিশালী দল গড়েছে লাহোর। সাকিব ছাড়াও একই দলে আছেন আহমেদ শেহজাদ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, রাশিদ খান, ডেভিড ভিসা, জর্ডান কক্সের মতো তারকা ক্রিকেটাররা।