Naya Diganta

মোংলায় সারবোঝাই লাইটারডুবি : উদ্ধার ৮

মোংলায় সারবোঝাই লাইটারডুবি : উদ্ধার ৮

মোংলা বন্দরের বহিনোঙ্গর এলাকায় সারবোঝাই এমভি শাহাজালাল এক্সপ্রেস নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ সময় জাহাজের আট কর্মচারীকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার রাত ১১টার দিকে হাড়বাড়িয়া এলাকায় কার্গোটি ডুবে যায়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১১টার দিকে বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ার ৯ নম্বর অ্যাংকোরেজে থাকা বিদেশী বাণিজ্যিক জাহাজ এমভি ভিটা অলিম্পিক (MV. VITA OLYMPIC) থেকে প্রায় ৫০০ টন সার (এমওপি) বোঝাই করে কার্গো জাহাজ এমভি শাহজালাল এক্সপ্রেস খুলনার শিরোমনির উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে অন্ধকার ও ঘন কুয়াশার কারণে ৮ নম্বর অ্যাংকোরেজে থাকা বিদেশী বাণিজ্যিক জাহাজ এমভি সুপ্রিম ভেলরের পেছনে ধাক্কা লাগে। সাথে সাথে কার্গোটি ডুবে যায়। ডুবে যাওয়া কার্গোর ৮ স্টাফকে রাতেই উদ্ধার করেছে কোস্ট গার্ড।

দুর্ঘটনার পর বন্দরের নৌ-চ্যানেল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, লাইবেরিয়ার পতাকাবাহী সারের জাহাজটি গত ২১ জানুয়ারি ৩১ হাজার ৪৫৯ টন এমওপি সার নিয়ে মোংলা বন্দরের বহির্নোঙর সুন্দরিকোঠা-১ এলাকায় আসে।