Naya Diganta

করোনার আরো তথ্য দিতে চীনের প্রতি আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনার আরো তথ্য দিতে চীনের প্রতি আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিশ্ব স্বাস্থ্য সংস্থা চীনের কোভিড-১৯ সংক্রমণের চলমান ঢেউ সম্পর্কে তথ্য প্রকাশ অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছে।

সম্প্রতি চীন সরকার ঘোষণা দিয়েছে, ডিসেম্বরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার ব্যক্তি কোভিডে মারা গেছেন। এর আগে বেশ কয়েক সপ্তাহ ধরে অভিযোগ আসে, চীন তাদের দেশের প্রকৃত পরিস্থিতি গোপন করছে।

সংক্রমণ ও হাসপাতালে রোগীর ভিড় বাড়তে থাকা সত্ত্বেও হঠাৎ করেই চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট দল ডিসেম্বরে করোনাভাইরাস সংক্রান্ত সব ধরনের বিধিনিষেধ উঠিয়ে নেয়। শনিবারের ঘোষণা এই উদ্যোগের পর মৃতের সংখ্যা নিয়ে প্রথম আনুষ্ঠানিক বার্তা। যার ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও অন্যান্য দেশের সরকার চীনকে আরো তথ্য প্রকাশের অনুরোধ জানাতে শুরু করেছে।

ইতোমধ্যে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও অন্যান্য দেশ চীন থেকে আসা ভ্রমণকারীদের ওপর নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করেছে।

সরকার জানিয়েছে, ৮ ডিসেম্বর থেকে ১২ জানুয়ারির মধ্যে ৫ হাজার ৫০৪ ব্যক্তি কোভিড-১৯ এর কারণে শ্বাসযন্ত্রে সমস্যায় মারা গেছেন এবং আরো ৫৪ হাজার ৪৩৫ ব্যক্তি কোভিড-১৯ এর সাথে ক্যান্সার, হৃদরোগ ও অন্যান্য রোগের সমন্বিত আক্রমণে প্রাণ হারিয়েছেন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, শুধুমাত্র হাসপাতালে মৃতদের গণনা করা হয়েছে। অর্থাৎ, যারা নিজ বাসগৃহে মারা গেছেন, তাদের সংখ্যা এর মধ্যে অন্তর্ভুক্ত নয়। তবে এতে মৃতের সংখ্যায় কোনো পরিবর্তন আসবে কি না, সে বিষয়ে কিছু জানানো হয়নি।