Naya Diganta

নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করতে ‘রাজপথে লড়াই’য়ের ডাক দিলেন ইহুদ বারাক

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে জনগণকে ‘রাজপথের লড়াই’য়ের আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক।

বুধবার ইদিয়োথ আহরোনোথে প্রকাশিত নিবন্ধে তিনি জোর দিয়ে বলেছেন, ‘এটি একটি নির্বাচিত সরকার। এটি বৈধ। তবে এর কার্যপ্রণালী ও পরিকল্পনা অভ্যুত্থানকে উসকানি দেয়। ফলে একে অবৈধ করে তোলে।’

তিনি বলেন, ‘অতএব দেশের স্বার্থ ও নিরাপত্তা রক্ষা এবং সুরক্ষার পাশাপাশি স্বাধীনতার ঘোষণার মূল্যবোধের স্বার্থে, সাম্যের স্বার্থে, ভ্রাতৃত্ব, মর্যাদা, অধিকার এবং স্বাধীনতার স্বার্থে রাজপথের লড়াইয়ে যোগ দেয়া প্রতিটি নাগরিকের কর্তব্য। ‘

শুধুমাত্র হিব্রু ভাষায় প্রকাশিত নিবন্ধটিতে আরো বলা হয়েছে, ‘রাস্তা, চত্ত্বর, কর্মক্ষেত্র এবং উচ্চ শিক্ষার স্থানগুলোতে বিক্ষোভের মাধ্যমে সংগ্রামের অবসান হবে। কারণ লাখ লাখ মানুষ রাজপথে নামতে চলেছে। এই দুষ্ট সরকারের পতন হবে।’

পরদিন একই সংবাদপত্রে প্রকাশিত আরেকটি নিবন্ধে বারাক হুঁশিয়ারি দিয়েছিলেন, ‘আমি শেষ থেকে আবার শুরু করব। লড়াই শুরু হয়েছে। এটি বাস্তব সতর্কবাণী।’

সূত্র : মিডল ইস্ট মনিটর