Naya Diganta

রূপপুরের চালান নিয়ে হলদিয়ায় ভিড়েছে রুশ জাহাজ

রূপপুরের চালান নিয়ে হলদিয়ায় ভিড়েছে রুশ জাহাজ

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সরঞ্জাম নিয়ে আসা রুশ জাহাজটিকে পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরে মালামাল খালাস করার অনুমতি দিয়েছে ভারত।

ভারতীয় গণমাধ্যম দ্য ইকনোমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, হলদিয়ায় মাল খালাসের পর সেগুলো সড়কপথে দেশে আনা হতে পারে।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে জাহাজটি মোংলা বন্দরে ভিড়তে না পারায় ভারত হয়ে এসব সরঞ্জাম দেশে আসবে বলে জানা গেছে।

ভারত-রাশিয়া অংশীদারিত্ব চুক্তির আওতায় তৃতীয় দেশে প্রকল্প নির্মাণকাজে সহায়তার অংশ হিসেবে বাংলাদেশকে ভারত সহায়তা করছে বলে জানিয়েছেন তারা।

জানা গেছে, রাশিয়ার পতাকাবাহী জাহাজটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য নির্ধারিত পণ্য নিয়ে গত বছরের ডিসেম্বরের শেষের দিকে বাংলাদেশের মংলা বন্দরের কাছাকাছি আন্তর্জাতিক সমুদ্রসীমায় পৌঁছেছিল। সেই থেকে সেটি বঙ্গোপসাগরে অবস্থান করছিল।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাশিয়ার পতাকাবাহী জাহাজ ভারতের সব বন্দরে নোঙরের জন্য উন্মুক্ত। গত বছর রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর সময় থেকে রাশিয়ার কাছ থেকে বিভিন্ন ধরনের পণ্য-সামগ্রী ও অন্যান্য চালান গ্রহণ করেছে ভারত। একই সময়ে রাশিয়ার সাথে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়েছে ৩০০ শতাংশের বেশি।