Naya Diganta

পর্দা উঠেছে ঢাকা লিট ফেস্টের

পর্দা উঠেছে ঢাকা লিট ফেস্টের

দীর্ঘ বিরতির পর আবারো পর্দা উঠেছে ঢাকা লিটারারি ফেস্টিভ্যালের (লিট ফেস্ট)। করোনার কারণে তিন বছর বন্ধ থাকার পর দেশ-বিদেশের সাহিত্যিকদের মিলনমেলা আবারো শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকালে বাংলা একাডেমিতে দেশ-বিদেশের সাহিত্যিকদের এই মিলনমেলার আনুষ্ঠানিকতা শুরু হয়।

আয়োজকরা জানিয়েছেন, এবারের আসরে যোগ দেবেন ২০২১ সালে নোবেল পুরস্কারজয়ী তানজানিয়ার ঔপন্যাসিক আবদুলরাজাক গুরনাহ। আরো থাকবেন ২০২২ সালের বুকারজয়ী দুই কথাশিল্পী গীতাঞ্জলী শ্রী ও শেহান কারুনাতিলাকা। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার বিজয়ী, লেখকরা বিভিন্ন পর্বে যোগ দেবেন। আলোচনা হবে ১৭৫টির বেশি পর্বে। এ আয়োজনে উপস্থিত হবেন পাঁচ মহাদেশের পাঁচ শতাধিক শিল্পী, সাহিত্যিক, চিন্তাবিদ ও বক্তা।

জানা গেছে, বৃহস্পতিবার শুরু হওয়া এ ফেস্ট আগামী ৮ জানুয়ারি শেষ হবে। এবারের মেলা টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০ এবং ৫০০ টাকা। যা স্পট রেজিস্ট্রেশন ও অনলাইনের মাধ্যমে কেনা যাবে।