Naya Diganta

হিজড়াদের চাঁদাবাজি

সাতক্ষীরা শহরে ইদানীং হিজড়াদের জুলুম ও চাঁদাবাজি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। কয়েকদিন আগে হিজড়ার দল খুলনা সাতক্ষীরা মহাসড়কে বিভিন্ন গলিতে ঢুুকে নবজাতক ও শিশুদের খোঁজ করতে থাকে। গত ১৫ নভেম্বর ’২২ ইসলামী কমিউনিটি হাসপাতালে সংলগ্ন মিন্টুদের বাড়িতে ঢুকে তার ভাই-এর শিশুকন্যা ও বাড়ির এক ভাড়াটিয়ার এক শিশুকে পেয়ে হাতে তালি দিতে দিতে ডুগডুগি (ছোট ঢোল) বাজাতে থাকে এবং চিল্লাচিল্লি করে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে। তর্কাতর্কির একপর্যায়ে তারা শিশুর মায়েদের গালিগালাজ দেয়। শেষ পর্যন্ত চার হাজার টাকা নিয়ে চলে যায়। গত ১৭ নভেম্বর ’২২ বাজাজ মোটরসাইকেল শোরুমের গলিতে নুরুজ্জামানের বাড়িতে এক দরিদ্র ভাড়াটিয়া মায়ের শিশুকন্যার নাচানোর বাহানায় ৫০০ টাকা চাঁদা নেয়। একই এলাকায় মাস খানেক আগে হাসানদের বাড়িতে ঢুকে ভাড়াটিয়া এক মায়ের শিশুকে নাচাতে চেয়েছিল এবং তাড়াতাড়ি তারা তিন হাজার টাকা দিয়ে বিদায় করে। এ ছাড়া সাতক্ষীরা শহরের পূর্ব লস্কর পাড়ায় ঢুকে একই কায়দায় হিজড়ার দল এক শিশুর মায়ের কাছ থেকে তিন হাজার টাকা চাঁদা আদায় করে। এভাবে তারা প্রতিদিন বিভিন্ন বাড়িতে পুরুষের অনুপস্থিতিতে ঢুকে পড়ে এবং শিশুদের মায়েদের ভয় দেখিয়ে আতঙ্কগ্রস্ত করে ফেলে। ফলে চাঁদা দিতেই হচ্ছে, নইলে গালাগালি এবং অভিশাপ দিতে থাকে।
অতএব, ওই হিজড়াদের চাঁদাবাজির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের কাছে সুদৃষ্টি কামনা করছে।
আব্দুল হান্নান
পলাশপোল, সাতক্ষীরা।