Naya Diganta

জাকার্তার কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৯

জাকার্তার কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৯

ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে অনুসন্ধান ও উদ্ধারকারী দল বলেছে সাওয়াহলুন্টো শহরে একটি কয়লা খনিতে বিস্ফোরণে নয়জন নিহত এবং অন্তত একজন এখনো নিখোঁজ রয়েছেন।

খনিটি প্রাদেশিক রাজধানী পাডাং থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

ইন্দোনেশিয়া ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি দ্বারা সরবরাহ করা ভিডিওতে দেখা গেছে ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা খনি থেকে বেঁচে যাওয়া লোকদের নিয়ে যাচ্ছেন এবং তাদের একটি অ্যাম্বুলেন্সে উঠাচ্ছেন।

শুক্রবার দুপুর নাগাদ, স্থানীয় অনুসন্ধান ও উদ্ধারকারী দলের একজন মুখপাত্র সংবাদদাতাদের বলেন, তারা চারজন খনি শ্রমিককে এবং নয়টি লাশ উদ্ধার করেছেন। ধসে পড়া খনিতে আটকা পড়েছে বলে মনে করা আরেক খনি শ্রমিককে তারা তখনো খুঁজছিলেন।

মুখপাত্র বলেন, উদ্ধারকারীরা বিশ্বাস করেন যে খনিতে জ্বলতে থাকা মিথেন বা অন্যান্য প্রাকৃতিক গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটেছে। তিনি বলেন, উদ্ধার অভিযানের সময় আরেকটি বিস্ফোরণ এড়াতে তারা গ্যাস পরিষ্কার করার জন্য একটি নিষ্কাশন ব্লোয়ার ব্যবহার করেছেন।