Naya Diganta

ব্রাজিল-ক্রোয়েশিয়া খেলা নিয়ে বাক-বিতণ্ডায় আর্জেন্টিনা সমর্থক নিহত

ব্রাজিল-ক্রোয়েশিয়া খেলা নিয়ে বাক-বিতণ্ডা আর্জেন্টিনা সমর্থক নিহত

সাভার পৌর এলাকার ডগরমোড়ায় ব্রাজিল-ক্রোয়েশিয়ার খেলার সময় বাক-বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে আর্জেন্টিনা সমর্থক স্থানীয় জুতা কারখানার এক শ্রমিক নিহত হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত ওই আর্জেন্টিনা সমর্থকের নাম মো: হাসান মিয়া (২৬)। তিনি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার ছিদ্দিক মিয়ার ছেলে।

শনিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার (এসআই) সুদীপ কুমার গোপ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাভার পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের ডগরমোড়া এলাকার সাভার উদয়ন একাডেমি এবং হানাডা স্কুলার্স স্কুল-সংলগ্ন শফিকের চা দোকান এলাকায় বড় পর্দায় খেলা দেখেন দোকানের কাস্টমার, স্থানীয় ও পথচারীরা। শুক্রবার দিবাগত রাত ৯টার সময় এরই ধারাবাহিকতায় ব্রাজিল-ক্রোশিয়ার খেলা শুরু হলে সবাই খেলা দেখেন। এক পর্যায়ে ব্রাজিল যখন প্রথম গোল করেন ব্রাজিল সমর্থকরা উল্লাস করতে থাকেন। এরই মধ্যে ক্রোয়েশিয়া গোল দিলে খেলায় সমতা আসে। পরবর্তীতে ট্রাইব্রেকারে যখন ব্রাজিল হারে তখন আর্জেন্টিনা সমর্থক হাসান মিয়া ব্রাজিল সমর্থকদের তিরস্কার করলে ব্রাজিল সমর্থক কয়েকজন কিশোর আর্জেন্টিনা সমর্থক হাসান মিয়ার সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ব্রাজিল সমর্থক কিশোর গ্রুপটি হাসান মিয়াকে ছুরিকাঘাত করলে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। কিশোর গ্রুপটি তখন পালিয়ে যায়।

ছুরিকাহত হাসানকে সাভার এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাৎক্ষনিক আটককৃতের নাম পরিচয় জানা না গেলেও স্থানীয় ছিকন মুকুলের ভাগ্নে বলে স্থানীয় একটি সূত্রে জানায়।

নিহত হাসান শফিকের চা দোকান-সংলগ্ন মনির হোসেনের জুতা কারখানার শ্রমিক ছিলেন। এদিকে শনিবার সকাল থেকে শফিকের চা দোকানটি বন্ধ পাওয়া যায়।

স্থানীয় একটি সূত্র মতে, ডগরমোড়ায় দীর্ঘ দিন থেকে একটি কিশোর গ্রুপ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। এ গ্রুপটি বিভিন্ন স্থান থেকে তাদের সমবয়সী কিশোরদের ধরে এনে মারধর করার অভিযোগ উঠেছে। আশপাশের বাড়ির মালিকেরা তাদের কিছু বললে তারা বাড়িওয়ালাদের বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দেয়।

সাভার মডেল থানার (এসআই) সুদীপ কুমার গোপ জানান, নিহতের লাশ উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।