Naya Diganta

রাজধানীতে ৪ হাজার আনসার মোতায়েন

রাজধানীতে ৪ হাজার আনসার মোতায়েন

রাজধানীতে বিএনপির সমাবেশকে সামনে রেখে চার হাজার আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। আনসার-ভিডিপির পরিচালক (অপারেশন্স) মো: কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সমাবেশকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরীর বিভিন্ন স্থানে পুলিশ ও র‍্যাবের পাশাপাশি আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

কামরুল ইসলাম জানান, প্রতিটি থানা ও চৌকিতে পুলিশ সদস্যদের সাথে আনসার সদস্যদের মোতায়েন করা হয়।

তিনি আরো বলেন, তারা সরকারি সম্পত্তি রক্ষায় গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছেন।

শনিবার বিএনপির সমাবেশকে ঘিরে যেকোনো ধরনের নৈরাজ্য এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সূত্র : ইউএনবি