Naya Diganta

জেনেও ঠেকাতে পারিনি : সুন্দর

২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের কাছে সিরিজ হেরেছিল বাংলাদেশ। ২০১৮ সালে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার কাছে দুইবার হারের অভিজ্ঞতা আছে। এ ছাড়া ঘরের মাঠে দ্বিপাক্ষিক সিরিজে স্বাগতিকদের টলাতে পারেনি আর কেউ। আজ হোয়াইটওয়াশের বিব্রতকর পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার মিশন ভারত। স্বাগতিকরা স্বপ্ন দেখছে প্রতিপক্ষকে খালি হাতে ফেরানোর। গতকাল অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর জানান, এমন কিছু হতে পারে সেই শঙ্কা ছিল তাদের, ‘সত্যি বলতে বাংলাদেশ খুব ভালো দল। বিশেষ করে ঘরের মাঠে। রেকর্ডও তাই বলে। গত কয়েক বছরে তারা শুধু একটি সিরিজ হেরেছে, ইংল্যান্ডের বিপক্ষে। এখানে আসার আগেই আমরা জানতাম। কিন্তু ঠেকাতে পারিনি। উপমহাদেশে বাংলাদেশ খুবই ভালো দল। টি-২০ বিশ্বকাপেও ভালো খেলেছে।’