Naya Diganta

মুহাম্মদ বিন কাসিম

তোমরা হয়তো সিন্ধু বিজয়ী মুহাম্মদ বিন কাসিমের নাম শুনে থাকবে। তিনি ৮ শতকে সিন্ধুর রাজা দাহিরকে পরাজিত করেন এবং দেবল বন্দর দখল করে নেন। উমাইয়া সাম্রাজ্যের অধীনে তিনি তৎকালীন পশ্চিম ভারতে একটি রাজ্য গড়ে তোলেন। এটি এখন পাকিস্তানের অংশ। মুহাম্মদ বিন কাসিমের সময় উমাইয়া সাম্রাজ্য (আরব সাম্রাজ্য) ছিল বিশ্বের শ্রেষ্ঠ সামরিক শক্তি।
মুহাম্মদ বিন কাসিম একজন সমরনেতা। সম্ভবত তিনিই একমাত্র ব্যক্তি, যিনি মাত্র ১৭ বছর বয়সে জেনারেল হয়েছিলেন। ধারণা করা হয়, তিনি বিশ্বে সবচেয়ে কম বয়সে জেনারেল হয়েছিলেন।
উমাইয়ারা পূর্বে পশ্চিম ভারত থেকে পশ্চিমে উত্তর আফ্রিকা হয়ে আটলান্টিক মহাসাগর পর্যন্ত দখল করে নেন। আর উত্তরে মধ্য এশিয়া থেকে দক্ষিণে আরব সাগর পর্যন্ত তাদের সাম্রাজ্য বিস্তৃত ছিল। উমাইয়ারা স্পেনও জয় করেন।
মুহাম্মদ বিন কাসিম শুধু সমরনেতাই ছিলেন না, দক্ষ প্রশাসক হিসেবেও তার সুনাম ছিল।
তার জন্ম বর্তমান সৌদি আরবের তায়েফে, ৬৯৫ সালের ৩১ ডিসেম্বর এবং মৃত্যু ৭১৫ সালের ১৪ জুলাই।
বর্তমান পাকিস্তানের করাচি নগরে মুহাম্মদ বিন কাসিমের নামে একটি উদ্যান প্রতিষ্ঠা করা হয়েছে। এই সেনাপতির আমলে করাচি নগরী দেবল নামে পরিচিত ছিল।