Naya Diganta
জানা-অজানা

কিউবান টোডি

জানা-অজানা

ছোট্ট বন্ধুরা,
তোমরা অনেক দেশী-বিদেশী পাখি চেনো। হয়তো কিউবান টোডিও চিনে থাকবে। এটি কিউবার স্থানীয় পাখি। দেখতে খুবই আকর্ষণীয়। দেহের ওপরের অংশের রঙ উজ্জ্বল সবুজ। এ সবুজ রঙই আকর্ষণ সৃষ্টি করে। দেহের নিচের অংশ ফ্যাকাশে ধূসর। গলার ওপর লাল রঙের ছোপ রয়েছে। যখন এটি কর্কশ স্বরে কিচিরমিচির করে তখন গলার এ লাল ছোপযুক্ত পালকগুলো খাড়া হয়ে যায়। পাখিটির চোখের রঙ নীল। এদের দেহের দৈর্ঘ্য ১১ সেন্টিমিটার। ডানার বিস্তার ১০ দশমিক আট সেন্টিমিটার। ওজন ছয় থেকে সাড়ে ছয় গ্রাম।
কিউবান টোডি ওড়ায় তেমন পারদর্শী নয়। একটানা খুব বেশি দূর উড়ে যেতে পারে না। কারণ এদের ডানা গোলাকার। এরা শুষ্ক নিম্নভূমি, চিরসবুজ বন, পাইন বন ও পাহাড়ি চিরসবুজ বনে বসবাস করে। মাঝে মধ্যে এরা সমুদ্রসৈকতেও বসবাস করে। তবে এ ক্ষেত্রে সৈকতের কাছে-কিনারে উদ্ভিদ থাকতে হবে।
খাবার খোঁজার ক্ষেত্রে কিউবান টোডি যথেষ্ট অলস। বসে বসেই খাবার পেতে চায়। মাঝে মাঝে অলসতা ভেঙে মাটি থেকে ৯ ফুট উঁচু শুষ্ক ঝোপঝাড়ে খাবারের সন্ধান করে।