Naya Diganta

পুলিশ দিয়ে জনগণের আন্দোলন বন্ধ করা যাবে না : জামায়াত

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, পুলিশ দিয়ে জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন বন্ধ করা যাবে না। গতকাল রংপুর মহানগরী জামায়াতের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহানগর আমির উপাধ্যক্ষ মাওলানা এ টি এম আজম খানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ সালাফির পরিচালনায় উপস্থিত ছিলেন রংপুর মহানগরীর সহকারী সেক্রেটারি ফরহাদ হোসেন মণ্ডল, তাজহাট থানা আমির মাওলানা মো: গোলাম কিবরিয়া, তাজহাট থানা সেক্রেটারি মাওলানা রবিউল ইসলাম, ইঞ্জিনিয়ার মামুন, ইমরান নাজির প্রমুখ।

মাওলানা আবদুল হালিম আরো বলেন, সরকার ও তার লোকজন লুটপাট ও বিরোধী মত দমনে ব্যস্ত। সরকারের দুঃশাসন, দুর্নীতি ও দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। সরকারের দুর্ভিক্ষের প্রচারণায় জনজীবনে আতঙ্ক বিরাজ করছে। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নামে-বেনামে বিদেশে পাচার করা হচ্ছে।