Naya Diganta
ফেরদৌস সালাম

নফরের নীতিবাক্য

ফেরদৌস সালাম

তৃষ্ণার্ত হলেও আমি কোনো নদীতে নামি না।
বিশুদ্ধ জলের জন্য দিন গুনি মাস গুনি-
কখনোবা অপেক্ষার বিনিদ্র প্রহরে
হয়ে যাই লালনের গান
প্রার্থনার হাত তুলে বলি কেউ একজন আসবেন
হাতে তার বিশুদ্ধ জলের গ্লাস- বলবে সে
পথিক, তোমাকে দেবো অন্য আর কিছুই যে নেই!

আমি হাসি। আজকাল পাত্তি ছাড়া কিছুই মেলে না
ঘুষ ছাড়া প্রশাসন-বিষমুক্ত খাদ্য
বাণিজ্যমুক্ত শিক্ষা- প্রতারণামুক্ত চিকিৎসা
এইসব দাবি নিয়ে কেউ আর মিছিলে নামে না
দলকানা বিবৃতির ধুম দেখে নফরের জাত
হাসে অট্টহাসি। বিশুদ্ধ বিনয়ী চোখে ভেসে ওঠে
গ্লানিমুক্ত জীবনের বিপুল সাহস...

ফিরে আসি আলপথ শিশিরের ঘাসে। হাত রাখি
ঘাসগন্ধে ডুবে থাকা দাদার কবরে
আমি অপলক দেখতে দেখতে ভাবি
তুমিই তবে আমার সে আকাক্সক্ষার নদী!