Naya Diganta
শাহাজাদা বসুনিয়া

আমাদের চিরকাল

শাহাজাদা বসুনিয়া

পালিয়ে গেল, সে পালিয়ে গেল
বনে, না জঙ্গলে?
ভেতরে, না বাহিরে?
খুঁজতে থাকলাম, অনবরত খুঁজে চলেছি
কখনও আলোতে খুঁজেছি, কখনও অন্ধকারে খুঁজেছি
অতঃপর বন্য অনুভূতিতে খুঁজে পেলাম তাকে
একটি হিম হিম রৌদ্রোজ্জ্বল বিকেল
স্পষ্টভাবে দেখলাম- সে ছিল অথবা ছিল না
অন্তরজাল ঘেঁটে আবিষ্কার করলাম
সব প্রচেষ্টাই বৃথা, বৃথা আমার স্বপ্ন
তবুও খুঁজে চলেছি জাদু বাস্তবতা
খুঁজবো আবারও বনে প্রস্ফুটিত কুসুমিকা।

দুই.
আজ তিনি আমাকে বলবেন
তিনি প্রতিশ্রুতি দিয়েছেন
তিনি স্কুলরুমে প্রতিটি পৃথক যন্ত্রণা ব্যাখ্যা করবেন
তার দুর্ভাগ্যের জন্য বিস্মিত হয়েছি
তখন আমার যন্ত্রণার কথা দিনের বিরতির মতন
তার যন্ত্রণা আমার চেয়ে বেশি শতগুণ
সব যন্ত্রণারা একত্রিত হলে
আমার গ্রানাইট ঠোঁট দিয়ে চুমু দিচ্ছিলাম
যদি আমি বেঁচে না থাকি
তখন রবিনরা আসবেই
লাল ক্র্যাভটে এক স্মারকে লিখবে-
নীড়ের ঈগল বিচ্ছিন্ন করে নাও
তুমি যতটা সম্ভব আকাশ লাভ করবে।