Naya Diganta
স ম শামসুল আলম

অচঞ্চল হও হে প্রকৃতি

স ম শামসুল আলম

অচঞ্চল হও হে প্রকৃতি, হে অবগুণ্ঠন
দুর্নিবার আকর্ষণ তবুও অগণিত দ্বিধা
মানুষেরা ছোটে দিগি¦দিক
অর্থ, স্বার্থ, ব্যর্থ- সবই জড়িত সংশ্লিষ্ট ভাবনায়
ছুটন্ত প্রাণীকে ধরা সম্ভব নয়
যেমন নদীর স্রোত
যন্ত্রের সাহায্যে জড়বস্তু ছুটলে
তাকে থামানো যায়
কিন্তু রক্ত, কাঁচা মাংস, ধমনি থাকলে
তার গতিবেগ অনেকটাই ভিন্ন
এমনকি স্থির থাকলেও ভেতরে ভেতরে চঞ্চলতা
সুতরাং মানুষেরা যা পারে পারুক
তোমরা অচঞ্চল হও হে প্রকৃতি, হে অবগুণ্ঠন
ঝড়ঝঞ্ঝা, সাইক্লোন, টর্নেডো
এসবের দায়িত্ব মানুষের হাতেই ছেড়ে দাও
অচঞ্চল হও হে প্রকৃতি, হে অবগুণ্ঠন