Naya Diganta

হান্সি ফ্লিকই থাকছেন জার্মানদের কোচ

হান্সি ফ্লিকই থাকছেন জার্মানদের কোচ

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। ২০১৮ বিশ্বকাপের পর এবারো গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে ইতিহাসে প্রথমবারের মতো টানা দুবার বিশ্বকাপ গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার লজ্জাজনক রেকর্ড গড়েছে দলটি। তবে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) সিদ্ধান্ত নিয়েছেন যে ২০২৪ ইউরো পর্যন্ত হান্সি ফ্লিকই থাকছেন জার্মানদের কোচ।

জার্মানির সাবেক কোচ ইওয়্যাখিম ল্যোভ ২০২০ ইউরোর পরে জাতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। তার উত্তরসূরী হিসেবে দলের দায়িত্ব নেন হান্সি ফ্লিক। তার ওপর দায়িত্ব ছিল পরপর দুটো মেজর ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে টানা ব্যর্থতার পর জাতীয় দলের খেলোয়াড়দের পুনরুজ্জীবিত করা ও দলটিকে ঢেলে সাজানো।

২০২২ বিশ্বকাপের জন্য হান্সি ফ্লিক যথাসম্ভব প্রস্তুত করেছিলেন দলকে। দল ঘোষণার আগে আগে ইনজুরিতে পড়েন টিমো ভার্নার। তিনি তার পরিবর্তে দলে ডাকেন নিকোলাস ফুলক্রুগকে; জায়গা দেন টমাস মুলার ও ২০১৪ বিশ্বকাপজয়ের নায়ক মারিও গোটশেকেও। কিন্তু ২০১৮ এর ভূত জার্মানির পিছু ছাড়ল না, কাতার বিশ্বকাপেও গ্রুপপর্বেই বিদায় নিতে হলো ডি ম্যানশাফটদের।

জার্মানদের ব্যর্থতার দায় ঘাড়ে নিয়ে ইতোমধ্যে পদত্যাগ করেছেন জার্মান ফুটবল বোর্ডের টেকনিক্যাল ডিরেক্টর অলিভিয়ের বিয়েরহফ। হান্সি ফ্লিকের ভবিষ্যৎ নিয়েও চলছিল নানা ফিসফাস। কিন্তু ডিএফবির দুই শীর্ষ কর্মকর্তা প্রেসিডেন্ট বার্ন্ড নুয়েনডর্ফ এবং ভাইস-প্রেসিডেন্ট হান্স-জোয়াকিম ওয়াটজকে সব ধোঁয়াশা দূর করে দিয়েছেন। ঘরের মাঠে হতে যাওয়া ২০২৪ ইউরো পর্যন্ত হান্সি ফ্লিকই জার্মানির কোচ থাকবেন বলে তারা গণমাধ্যমে জানান।

কাতার বিশ্বকাপের ব্যর্থতা ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে হান্সি ফ্লিক বলেন, দল হিসেবে আমাদের আরো অনেক বেশি কিছু অর্জন করার সক্ষমতা রয়েছে। কাতার বিশ্বকাপ আমাদের জন্য অনেক বড় একটি সুযোগ ছিল নিজেদের প্রমাণ করে দেখানোর। যা আমরা করতে পারিনি। এই বিশ্বকাপ থেকে আমরা সবাই শিক্ষা পেয়েছি। ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপে ভালো কিছু করে দেখানোর ব্যাপারে আমরা আশাবাদী।

প্রেসিডেন্ট নুয়েনডর্ফ এ প্রসঙ্গে বলেন, ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপ জার্মানির জন্য খুব গুরুত্বপূর্ণ। নিজেদের ফুটবল সংস্কৃতি তুলে ধরা ছাড়াও বড় ধরনের সাফল্য অর্জনের সুযোগ রয়েছে আমাদের সামনে। হান্সি ফ্লিকের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।