Naya Diganta

প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা, নেই তামিম ইকবাল

প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা, নেই তামিম ইকবাল

ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ তে এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। শেষ ওয়ানডে খেলতে ইতোমধ্যেই চট্টগ্রাম উড়াল দিয়েছে টাইগাররা। শেষ ওয়ানডের পর দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিও মাঠে গড়াবে চট্টগ্রামে।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডের পর সেই মাঠেই হবে প্রথম টেস্ট। এই টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ১৭ সদস্যের দলে নতুন মুখ বাঁ হাতি উইকেটরক্ষক ব্যাটার জাকির হাসান।

তবে ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও জায়গা হয়নি তামিম ইকবালের। চোটের কারণে ঘরের মাটিতেও খেলা হচ্ছে না দেশ সেরা এই ব্যাটসম্যানের। তামিম ইকবাল না থাকলেও ইনজুরি থেকে ফিরে টেস্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তাসকিন আহমেদ।

ভারতের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াড :

মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক সৌরভ, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, কাজী নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, জাকির হাসান, রেজাউর রহমান রাজা ও এনামুল হক বিজয়।