Naya Diganta

নয়াপল্ট‌নে হামলা ও গণ‌গ্রেফতা‌রের প্রতিবাদ লেবার পা‌র্টির

নয়াপল্ট‌নে হামলা ও গণ‌গ্রেফতা‌রের প্রতিবাদ লেবার পা‌র্টির

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের জোরপূর্বক ঢুকে পুলিশি অভিযান, হামলা ও নেতাকর্মী‌দের গণ‌গ্রেফতারকে পৈশাচিক ও সংবিধান প‌রিপন্থী জঘন্য নৃশংসতা উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলা‌দেশ লেবার পা‌র্টি।

বৃহস্প‌তিবার এক যৌথ বিবৃ‌তি‌তে বাংলা‌দেশ লেবার পা‌র্টির চেয়ারম্যান ডা: মোস্তা‌ফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাস‌চিব লায়ন ফারুক রহমানেএ নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা বলেন, ‘আমরা মনে করি, কোনো সভ্য দেশে এই ধরনের ঘটনা ঘটতে পারে না। একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও শীর্ষনেতা‌দের ‌গ্রেফতার করা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।

‘আমরা ম‌নে ক‌রি, ১০ ডি‌সেম্বরের আর্ন্তজা‌তিক মানবা‌ধিকার দিব‌সে বিএন‌পির শান্তিপূর্ণ সমাবেশকে বানচাল করার জন্যে পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে’ বলেও উল্লেখ করেন তারা।