Naya Diganta

রাজস্ব বোর্ডের আইটি কর্মকর্তাদের জন্য উচ্চতর প্রযুক্তিগত প্রশিক্ষণ শুরু

রাজস্ব বোর্ডের আইটি কর্মীদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান

গতকাল সকালে ঢাকার গুলশানে ম্যাংগো টেলসার্ভিসেস লিমিটেড মিলনায়তনে রাজস্ব বোর্ডের নির্বাচিত আইটি কর্মীদের জন্য মাসব্যাপী গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এই প্রশিক্ষণটি বিশেষভাবে রাজস্ব কর্তৃপক্ষের আইটি বিশেষজ্ঞদের কর সংগ্রহ এবং প্রশাসনের জন্য ব্যবহৃত সিস্টেমগুলোর বিকাশ ও পরিচালনায় বিশেষ প্রযুক্তিগত দক্ষতা প্রদানের লক্ষ্যে তৈরি করা হয়েছে। প্রশিক্ষণটির উদ্বোধন অনুষ্ঠানে ট্যাক্স তথ্য ব্যবস্থাপনা ও পরিষেবার সদস্য, জাহিদ হাসান, কর ব্যবস্থার নকশা, নির্মাণ, স্থাপন এবং পরিচালনার ক্ষেত্রে রাজস্ব কর্তৃপক্ষের স্বয়ংসম্পূর্ণ হওয়ার গুরুত্বের ওপর জোর দেন। রাজস্ব বোর্ডের প্রশাসনিক কার্যক্রমকে সম্পূর্ণরূপে ডিজিটাল করে ফেলা যে কতটা গুরুত্বপূর্ণ ছিল সেই অভিব্যাক্তি ব্যক্ত করেন। বিশেষ করে সরকারের ডিজিটাল বাংলাদেশ করার লক্ষ্য অনুযায়ী ২৪ ঘণ্টা করদাতাদের বিভিন্ন পরিষেবায় অধিগমনের সুযোগ করে দেয়ার মাধ্যমে। ডিজিটাল রূপান্তর ধারণাকে প্রযুক্তিগত বাস্তবতায় পরিণত করার প্রক্রিয়াকে সমর্থন করার জন্য তিনি ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জ্ঞাপন করেন। মিস মার্গা পিটার্স, ইউরোপীয় ইউনিয়নের কর্মসূচি কর্মকর্তা, আইটি কর্মীদের এই প্রশিক্ষণ শুরু করার জন্য শুভকামনা জানিয়েছেন এবং রাজস্ব বোর্ডের ইতোমধ্যে শুরু করা এই প্রশিক্ষণের ফলে প্রযুক্তিগত রূপান্তরের সুবিধাগুলো পর্যবেক্ষণ করার জন্য উন্মুখ হয়ে বসে আছেন। বিজ্ঞপ্তি।