Naya Diganta

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি : বাংলা

সুপ্রিয় ২০২৩ সালের ক্যাডেট কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘বাংলা’ বিষয় থেকে ১৯টি প্রশ্নের উত্তর দাও নিয়ে আলোচনা করা হলো।

প্রশ্ন : নিম্নোক্ত শব্দগুলোর সত্য/ মিথ্যা নির্ণয় করো।
ক। উপসর্গের স্বাধীনভাবে অর্থবাচকতা নেই।
উত্তর : সত্য।
খ। “সমিতিতে চাঁদা দাও”-এখানে ‘চাঁদা’ অপাদান কারক।
উত্তর : মিথ্যা।
গ। স্বয়ং, নিজে, খোদ- প্রভৃতি আত্মবাচক সর্বনামের উদাহরণ।
উত্তর : সত্য।
ঘ। “কি” ও “কী” উচ্চারণে অভিন্ন কিন্তু অর্থে ভিন্ন।
উত্তর : সত্য।
ঙ। “মেয়েটি সুন্দর”- এটি শুদ্ধ বাক্য।
উত্তর : মিথ্যা।
প্রশ্ন : যুক্তবর্ণগুলোতে কী কী বর্ণ আছে, তা লিখ।
হ্ন
উত্তর : হ + ণ।
জ্ঞ
উত্তর : জ + ঞ।
ঞ্চ
উত্তর : ঞ + চ।
হ্ম
উত্তর : হ + ম।
ঞ্জ
উত্তর : ঞ + জ।
প্রশ্ন : নিম্নোক্ত শব্দগুলোর পদ নির্ণয় করো।
জোনায়েদ
উত্তর : বিশেষ্য ও অব্যয়।
আমি
উত্তর : সর্বনাম।
লাল
উত্তর : বিশেষণ।
জামা
উত্তর : বিশেষ্য।
প্রশ্ন : শূন্যস্থান পূরণ করো।
ক। আমার খাওয়া হলো না, --- কারকের --- বিভক্তি।
খ। সাদা মেঘে বৃষ্টি হয় না- এখানে ‘মেঘে’ --- কারক।
গ। অপরিবর্তনীয় শব্দকে --- পদ বলে।
ঘ। অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে ---।
ঙ। “ব্যাকরণ” শব্দটির সন্ধিবিচ্ছেদ ---।
উত্তর : ক। আমার খাওয়া হলো না, কর্তৃ কারকের ৬ষ্ঠী বিভক্তি।
খ। সাদা মেঘে বৃষ্টি হয় না- এখানে ‘মেঘে’ অপাদান কারক।
গ। অপরিবর্তনীয় শব্দকে অব্যয় পদ বলে।
ঘ। অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে উপসর্গের।
ঙ। “ব্যাকরণ” শব্দটির সন্ধিবিচ্ছেদ বি + আ + কৃ + অন।