Naya Diganta

মেসিদের প্রেরণা সাওপাওলোর ম্যাচ

মেসিদের প্রেরণা সাওপাওলোর ম্যাচ

ফের কোয়ার্টার ফাইনালে দেখা আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের। আর্জেন্টিনার এই শেষ আটের ম্যাচে ডাচ দুঃখ ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে।

ওই ম্যাচে তারা ডেনিশ বার্গক্যাম্পের শেষ সময়ের গোলে ১-২ ব্যবধানে হেরেছিল। ফলে সেমিতে আর খেলা হয়নি। যদিও দলটি ছিল বেশ ফেবারিট। এরপর আর্জেন্টিনা সেই হারের প্রতিশোধ নেয় ২০১৪ সালে। ওই বার তারা সেমিফাইনালে পরাজিত করে ডাচদের। গোলশূন্য ১২০ মিনিটের পর টাইব্রেকালে ৪-২ গোল হারায় নেদারল্যান্ডসকে। এখন আবার সেমিফাইনালে যেতে মেসিদের প্রেরণা ব্রাজিলের সাওপাওলোর স্টাডিও করিন্থিয়ান্স মাঠে পাওয়া সেই জয়ই। যে ম্যাচে আর্জেন্টিনা জিতেছিল গোলরক্ষক সার্জিও রোমেরোও কৃতিত্বে। ডাচদের দুটি শট রুখে দেন তিনি। মেসির টাইব্রেকারে গোল দিয়ে শুরু হয়েছিল তাদের সফলতা।

আর্জেন্টিনা এর আগে এই নেদারল্যান্ডকে ফাইনালে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে। তা নিজেদের মাঠে ১৯৭৮ সালে।