Naya Diganta

বিএনপিসহ বিরোধী দলের ওপর দমনপীড়নের তীব্র নিন্দা গণসংহতি আন্দোলনের

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল গতকাল মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে, ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে ও আন্দোলন ঠেকাতে সরকারের নানা অপকৌশল এবং বিএনপির নেতাকর্মীদের গণগ্রেফতার ও দমনপীড়নের তীব্র নিন্দা জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, এই সরকারের নৈতিক পরাজয় হয়ে গিয়েছে। এরা সমাবেশ করা নিয়ে দ্বিচারিতা করছে। মুখে সভা-সমাবেশের অধিকার অবারিত আছে বলে বাস্তবে সরকার এক দিকে একের পর এক সঙ্ঘাতের উসকানি দিয়ে যাচ্ছে। অন্য দিকে ১০ ডিসেম্বরের বিএনপির ঢাকার সমাবেশ বানচাল করতে ব্যাপক দমন-পীড়ন চালাচ্ছে। এরা দেশব্যাপী বিরোধীদলগুলোর আন্দোলনের উত্থান এবং ঐক্যের প্রয়াস দেখে প্রচণ্ড ভয়ে ভীত হয়ে পড়েছে। নিজেরা ভয় পেয়ে তারা এখন জনগণকে ভয় দেখাচ্ছে। মূলত জন সম্মতিহীন এ সরকারের রাজনীতিতে আর কোনো নৈতিক জায়গা নেই। তাই কর্তৃত্ববাদী ও দানবীয় কায়দায় রাষ্ট্র ক্ষমতাকে কাজে লাগিয়ে সব আন্দোলন দমন করতে চায়। নেতৃবৃন্দ গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানিয়ে বলেন, অবিলম্বে বিএনপিসহ বিরোধীদলগুলোর আশু যেকোনো গণতান্ত্রিক কর্মসূচির ওপর বাধা দেয়া বন্ধ করে সভা-সমাবেশের অধিকার কার্যকর করতে হবে। বিজ্ঞপ্তি।