Naya Diganta

মেসির ফেবারিটের তালিকায় নেই ইংল্যান্ড

কাতারে ২২তম ফুটবল বিশ্বকাপ জিতবে কোন দল? আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি আসর শুরুর আগেই মন্তব্য করেছিলেন শিরোপার দাবিদার হিসেবে এগিয়ে ব্রাজিল, ফ্রান্স ও ইংল্যান্ড। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এসে নতুন করে দলগুলোকে মূল্যায়ন করেছেন মেসি। তবে এই তালিকা থেকে তিনি এবার বাদ দিয়েছেন ১৯৬৬ আসরের চ্যাম্পিয়ন ও রাশিয়া আসরের চতুর্থ স্থান অর্জন করা দল ইংল্যান্ডকে।
ব্রাজিল এবারের বিশ্বকাপ আসর শুরু করে অন্যতম ফেবারিট হিসেবে। ক্যামেরুনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পরাজয়ের পর নতুন করে আলোচনা শুরু সেলেকাওদের নিয়ে। ব্রাজিলের এই দলটি কি সত্যিই শিরোপার জয়ের যোগ্যতা রাখে? মেসি অবশ্য এখনো ব্রাজিলকে শিরোপার অন্যতম দাবিদারের তালিকায় রেখেছেন। সাতবার ব্যালন ডি’অর জয়ী তারকা বলেন, ‘যতটা সম্ভব বিশ্বকাপের খেলাগুলো দেখার চেষ্টা করছি। ব্রাজিল খুবই ভালো খেলছে। ক্যামেরুনের কাছে হার বাদ দিলে তারা এখনো অন্যতম বড় ফেবারিট।’
ফ্রান্স যেভাবে এগোচ্ছে, তাতে তাদেরও সম্ভাবনা রয়েছে শিরোপা ধরে রাখার। বল পেলে কিভাবে খেলবে ও দীর্ঘ সময় কিভাবে বল ধরে রাখতে হয়, এই বিষয়ে পরিষ্কার ধারণা আছে তাদের। গ্রুপ পর্বে ফ্রান্স হেরেছিল তিউনিসিয়ার কাছে। এই ম্যাচ বাদ দিলে ফরাসিরা ধারাবাহিকতায় রয়েছে। সাথে যোগ করেন, শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনারও। নিজের দলকেও পিছিয়ে রাখছেন না বর্তমান বিশ্বের অন্যতম সেরা তারকা মেসি।
মেসি বলেন, ‘আর্জেন্টিনা একটা শক্তি, সেরাদের তালিকায় সবসময়ই থাকে আর্জেন্টিন। এখানে আসার আগেও আমরা জানতাম যে, আমরা শিরোপার অন্যতম দাবিদার। তবে আমাদের সেটি মাঠে প্রমাণ করা দরকার ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে আমরা সেটি পেরেছি।’