Naya Diganta

আবেগী সমর্থকেরা যেভাবে বাংলাদেশকে সমর্থন করে তা সৌভাগ্যের

আবেগী সমর্থকেরা যেভাবে বাংলাদেশকে সমর্থন করে তা সৌভাগ্যের

হারলেও বাংলাদেশ, জিতলেও বাংলাদেশ; স্লোগানকে বুকে ধারণ করে পৃথিবীর প্রতিটি প্রান্তেই দেখা মেলে বাংলাদেশ ক্রিকেটের সমর্থকদের। কোনো বড় শিরোপা নেই, সাফল্য নেই, তবুও দলটাকে নিয়ে উদ্দীপনার শেষ নেই সমর্থকদের মাঝে। ইংলিশ ক্রিকেটার নাসের হুসেইনের সেই ভাষ্যটা চির সত্য, ‘ব্যাটিং-বোলিং নয়, বাংলাদেশের সমর্থকেরাই দলটির বড় শক্তি।’

বড় কোনো সাফল্য না থাকলেও বাংলাদেশের ক্রিকেট বাজার বিশ্ব সমাদৃত। বাংলাদেশে বিজ্ঞাপনের সব থেকে বড় মার্কেট ক্রিকেট। দেশের সব থেকে বড় হিরো, বড় আকর্ষণ, বড় আইডল ভাবা হয় দেশের ক্রিকেটারদেরকে। অথচ সাকিব আল হাসান বাদে কোনো বিশ্বমানের ক্রিকেটারও নেই বাংলাদেশে। লোকমুখে প্রচলন আছে বাঙালী ক্রিকেটে খায়, ক্রিকেটেই ঘুমায়, ক্রিকেট নিয়েই ভাবে, ক্রিকেট তাদের আবেগে।

বিষয়টা চোখে পড়েছে ভারতীয় তারকা ক্রিকেটার শিখর ধাওয়ানেরও। বাংলাদেশী সমর্থকদের এমন উন্মাদনা বাড়তি অনুপ্রেরণা জোগায় দাবি করে ধাওয়ান বলেন, 'বাংলাদেশের মানুষ যেভাবে তাদের দল ও ক্রিকেটকে সমর্থন করে, এটা দেখা সৌভাগ্যের ব্যাপার। এই দ্বৈরথ আপনি সবসময় উপভোগ করবেন। অবশ্য সব দলের বিপক্ষেই এটা থাকে। কিন্তু বাংলাদেশের মানুষ কিছুটা আবেগী। তারা খেলাটা উপভোগ করে এবং অবেগ নিয়ে মাঠে আসে। এটা ভালো দিক। এটা আমাদেরও আবেগী করে তোলে।'