Naya Diganta

হাদিসের কথা

সালাতে যা পড়া হয় তা জানার গুরুত্ব
উকবাহ বিন আমের রা: থেকে বর্ণিত- নবী সা: বলেন, ‘যেকোনো মুসলিম ব্যক্তি অজু করে এবং পরিপূর্ণরূপে তা সম্পাদন করে, অতঃপর সালাতে দণ্ডায়মান হয়। সে জানে কী সে বলছে স্বীয় সালাতে, তবে সালাত থেকে সে ফিরে আসে এমন নিষ্পাপ অবস্থায় যে দিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল।’
-মুসলিম, আবু দাউদ, নাসায়ি, ইবনে মাজাহ, সহিহ তারগিব ওয়াত তাহরিব-১৯০