Naya Diganta

টাঙ্গাইলের মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ২ আসামি নারায়নগঞ্জ থেকে গ্রেফতার

টাঙ্গাইলের মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ২ আসামি নারায়নগঞ্জ থেকে গ্রেফতার।

টাঙ্গাইলের চাঞ্চল্যকর তাছলিমা আক্তার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪।

আসামিরা হলেন টাঙ্গাইলের ভূঞাপুর থানার অর্জুনা গ্রামের মো: মজনু (৬১) ও তার ছেলে জহুরুল ইসলাম (৩১)।

সোমবার (৫ ডিসেম্বর) ভোররাতে নারায়নগঞ্জের সোনারগাঁও থানার গোয়ালদী খান বাজার থেকে মজনুকে এবং ফতুল্লা থানাধীন নুরবাগ থেকে জহুরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

টাঙ্গাইল র‌্যাব-১৪, সিপিসি-৩-এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আসামি মজনু ও জহুরুল বিগত ২০১৬ সালের ২৩ নভেম্বর তাছলিমা আক্তারকে হত্যার পর লাশ যমুনা নদীতে ভাসিয়ে দেন। এ ঘটনায় করা মামলায় গ্রেফতার হন মজনু ও জহুরুল। তারা আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এই জবানবন্দির ভিত্তিতেই বিচার শেষে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তাদের মৃত্যুদণ্ড প্রদান করেন। গ্রেফতার এড়াতে দীর্ঘ দিন ধরেই তারা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।