Naya Diganta

বাহরাইন সফরকারী প্রথম ইসরাইলি প্রেসিডেন্ট হারজোগ

বিমানবন্দরে হারজোগকে (মাঝে) অভ্যর্থনা জানিয়েছেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাতিফ আল-জায়ানি

প্রথমবারের মতো বাহরাইন সফর করছেন কোনো ইসরাইলি প্রেসিডেন্ট। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ রোববার মধ্যপ্রাচ্যের এই দ্বীপ রাষ্ট্রটিতে পৌঁছেছেন।

২০২০ সালে দেশ দুটির মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর প্রথম সফর করলেন কোনো ইসরাইলি প্রেসিডেন্ট।

বিমানবন্দরে হারজোগকে অভ্যর্থনা জানিয়েছেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাতিফ আল-জায়ানি।

ছবিটি টুইটারে পোস্ট করে হারজোগ জানান, বাহরাইনের বাদশা হামাদ বিন ঈসা আল-খলিফা এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী শেখ সালমান বিন হামাদ আল-খলিফার সাথে দেখা করার পরিকল্পনা করছিলাম।

তিনি আরো বলেন, ‘সফরে জলবায়ু পরিবর্তন এবং নিরাপত্তা সংক্রান্ত সমস্যাগুলোর সাথে আমাদের অর্থনৈতিক সহযোগিতা জোরদার করার উপায় খুঁজে করতে হবে।’

হারজোগ জানান, এরপর তিনি সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যাবেন।

সূত্র : দ্য নিউজ