Naya Diganta
জানা অজানা

পাহাড়ে ওঠা

জানা অজানা

ছোট্ট বন্ধুরা,
জানো, মানুষ শখের বশে বা প্রয়োজনে পাহাড়ে ওঠানামা করে- অভিযান চালায়। নামার চেয়ে ওঠার সময় কষ্ট হয় বেশি। কারণ কী? পাহাড়ে ওঠার সময় মানুষকে শরীরের ভার তুলতে হয় এবং এ কাজ করতে তাকে সমতলে হাঁটার চেয়ে অনেক বেশি শক্তি খরচ করতে হয়। আর এই শক্তি খরচ করার জন্য মানুষকে তার পেশি সঞ্চালিত করতে হয়। এ জন্য মানুষের হৃৎপিণ্ডকেও করতে হয় বেশি কাজ। ফুসফুসের জন্যও প্রয়োজন হয় বেশি অক্সিজেন। পাহাড় যত বেশি খাড়াই হয় তত বেশি শক্তি ক্ষয় হয়। এসব কারণে পাহাড়ে নামার চেয়ে ওঠা বেশি কষ্টকর।