Naya Diganta

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রের মৃত্যু।

নীলফামারীর সৈয়দপুর ওয়াপদা মোড় হাইওয়ে রেলওয়ে লেভেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রেললাইন থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ছাত্র শান্ত রায় (১৪) বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলি গ্রামের শ্রী সাগর রায়ের ছেলে। সে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

রেলওয়ে পুলিশ জানায়, সৈয়দপুর থেকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি দুপুর সাড়ে ১২টার দিকে চিলাহাটির দিকে রওনা হয়। ওয়াপদা মোড় লেভেল ক্রসিংয়ের সামনে ট্রেনটি এলে ছেলেটি অসাবধানতাবশত ট্রেনের নিচে পড়ে দ্বিখণ্ডিত হয়ে যায়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী অনেকে জানান, শান্ত রায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। তার প্যান্টের পকেটে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা আছে 'কেউ আমার লাশ পাইলে ফোন দিয়েন বাসায়'! আবার লাশের গলায় রশি দিয়ে শক্ত করে বাধার মত রক্তাক্ত দাগ রয়েছে। এ কারণে ধারণা করা হচ্ছে, আত্মহত্যা নয়। বরং হত্যা করে রেললাইনে ফেলে রাখা হয়েছে। প্রেমঘটিত বা কিশোর গ্যাংয়ের আক্রোশজনিত কিনা, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে তদন্তের দাবি উঠেছে।

সৈয়দপুর রেলওয়ে থানার এসআই মেহেদী হাসান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।