Naya Diganta

প্রশ্নোত্তর

প্রশ্ন : হুজুর শব্দের অর্থ কী? হুজুর শব্দটি কোথা থেকে এসেছে? কাউকে হুজুর বলা যাবে কী?
উত্তর : আরবিতে হাদের শব্দের বহুবচন হুদুর বা হুদ্দার। যার অর্থ উপস্থিত। কিন্তু শব্দটি ফার্সি, উর্দু ও বাংলা ভাষায় সম্মানসূচক শব্দ হিসেবে ব্যবহৃত হয়। এ হিসেবে কাউকে হুজুর বলার অর্থ হলো- জনাব বা সাহেব। উপমহাদেশে যারা কাউকে হুজুর বলেন তারা মূলত ফার্সি, উর্দু ও বাংলা ভাষায় ব্যবহৃত অর্থে বলেন, আরবি উপস্থিত অর্থে ব্যবহার করেন না। সুতরাং কাউকে হুজুর বলা জায়েজ। রাসূল সা:-এর শানে এই শব্দ ব্যবহার খেলাফে সুন্নাত, এটি না বলাই ভালো। তবে রাসূল সা:-এর ক্ষেত্রে রাসূলুল্লাহ, নবীউল্লাহ, হাবিবুল্লাহসহ আরো যেসব নাম যা হাদিসে বর্ণিত হয়েছে সেগুলো ব্যবহার করা উচিত।
-ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট