Naya Diganta

হাদিসের কথা

কিয়ামতের দিন রাসূল সা: উম্মতকে যেভাবে চিনবেন
আবু দারদা রা: থেকে বর্ণিত- তিনি বলেন, রাসূলুল্লাহ সা: বলেছেন, ‘কিয়ামত দিবসে আমিই হবো প্রথম ব্যক্তি, যাকে সেজদার জন্য অনুমতি দেয়া হবে। আমিই প্রথম ব্যক্তি যে সেজদা থেকে মাথা উঠাবে। অতঃপর আমি আমার সম্মুখে দৃষ্টিপাত করব, তখন সমস্ত জাতির মধ্যে আমার উম্মতকে চিনে নিতে পারব। এমনিভাবে আমার পেছন দিকে ওইরূপ হবে, ডান দিকে ওইরূপ হবে, বাম দিকেও ওইরূপ হবে।’ তখন এক ব্যক্তি বলল- নূহ আ: থেকে আপনার উম্মত পর্যন্ত সমস্ত জাতির মধ্য থেকে কিভাবে আপনি আপনার উম্মতকে চিনবেন হে আল্লাহর রাসূল? তিনি বললেন, ‘তারা হবে অজুর প্রভাবে মুখমণ্ডল ও হস্ত-পদদ্বয় সাদা উজ্জ্বলতা বিশিষ্ট। অন্য কোনো জাতির এ বৈশিষ্ট্য হবে না। তাদেরকে আরো আমি চিনতে পারব এভাবে যে, আমলনামা তাদের ডান হাতে দেয়া হবে এবং তাদের সন্তানরা তাদের সম্মুখে দৌড়াদৌড়ি করবে।’ -আহমাদ, সহিহ তারগিব ওয়াত তাহরিব, হাদিস-১৮০