Naya Diganta
সায়্যিদ লুমরান

ফ্রানৎস কাফকার চোখ

সায়্যিদ লুমরান

ডাস্টবিন থেকে খাবার উঠে আসে। বৃষ্টি নামলেই কেবল স্নান হয়।
বিছানা বিরল ফুটপাথ।
একমাত্র শয্যাসঙ্গী কুকুর। সেগুলোও একে একে এলিটদের বুকে
এবং কোলে গিয়ে উঠছে।

হে স্রষ্টা, পত্রপাঠ ওদের বরং
রূপান্তরিত করে দিন একেকটি লোমশ ধবধবে সাদা কুত্তায়।