Naya Diganta

মানিকগঞ্জে বিএনপি নেতাকে ডিবি পুলিশ পরিচয়ে আটকের অভিযোগ : রিজভীর গভীর উদ্বেগ

মানিকগঞ্জে বিএনপি নেতাকে ডিবি পুলিশ পরিচয়ে আটকের অভিযোগ : রিজভীর গভীর উদ্বেগ

মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব হোসেনকে ডিবি পুলিশ পরিচয়ে গতকাল বুধবার রাতে তার বাসভবন থেকে তুলে নিয়েছে যাওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে তাকে থানা কিংবা জেলগেটে না নিয়ে যাওয়ায় তার পরিবার ও দলীয় নেতাকর্মীদের মাঝে উদ্বেগ ও উৎকন্ঠা তৈরি হয়েছে। তার স্বজনরা জানান, মোতালেব হোসেনকে কোথায় নিয়ে গেছে তা স্বীকার করছে না ডিবি পুলিশ।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মোতালেব হোসেনকে তুলে নেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ১০ ডিসেম্বরের সমাবেশকে সামনে রেখে অবৈধ সরকার সেই পুরানো পন্থায় 'গুম বাহিনী”নামিয়েছে আবার।প্রতিদিন তারা আমাদের নেতাদের বাড়ি বাড়ি হানা দিচ্ছে।তুলে নিয়ে গিয়ে স্বীকার করছে না। মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও যুগ্ম আহবায়ক মোতালেব হোসেনকে তুলে নিয়ে গেছে ডিবি। তার মতো একজন বলিষ্ঠ নেতাকে তুলে নিয়ে স্বীকার না করায় মানুষের মাঝে সেই আগের অজানা আতঙ্ক বিরাজ করছে।'

তিনি আরো বলেন, 'এর আগে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম মাহবুবকে মঙ্গলবার ডিবি পুলিশ পরিচয়ে মোহাম্মদপুরের বাসা থেকে উঠিয়ে নিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোন সন্ধান দিচ্ছে না। এ নিয়ে দল ও তার পরিবার গভীর উৎকন্ঠায় রয়েছে। মাহবুব ও মোতালেব হোসেনকে আমি অবিলম্বে পরিবারের কাছে ফেরত দেয়ার আহবান জানাচ্ছি।'