Naya Diganta

রূপগঞ্জের অবৈধ সীমানা প্রাচীর উচ্ছেদ করল রাজউক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রাজউক অনুমোদিত আশালয় আবাসন প্রকল্প বিরোধী দুষ্কৃতকারীদের অবৈধভাবে নির্মিত সীমানা প্রাচীর উচ্ছেদ করা হয়েছে। বুধবার রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ারের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় আশালয় আবাসন প্রকল্প প্লট মালিক সমিতির সভাপতি ব্যারিস্টার ওমর ফারুক, সাধারণ সম্পাদক নাসিম ইকবাল, সহসভাপতি গোলাম হাবিব, আমিনুর রশিদ, মেজর জেনারেল (অব:) মোস্তাফিজুর রহমান, ক্যাপ্টেন (অব:) শামস, ওবায়দুল মজিদ, জুয়েল মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন। ২০২০ সালের ২৪ জুন দুস্কৃতকারীরা আশালয় আবাসন প্রকল্পের প্রধান গেট ও চলাচলের রাস্তা অবৈধভাবে সীমানা প্রাচীর বানিয়ে বন্ধ করে দেয়। পরে আবাসন প্রকল্পের প্লট মালিক সমিতি দুস্কৃতকারীদের নির্মাণ করা সীমানা প্রাচীর উচ্ছেদের জন্য আবেদন করলে রাজউক এ উচ্ছেদ অভিযান চালায়। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা।