Naya Diganta

দ:কোরিয়া সীমান্তে চীন-রাশিয়ার যুদ্ধবিমান

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, দু’টি চীনা ও ছয়টি রুশ যুদ্ধবিমান তাদের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে ঢুকে পড়ার পর তারা তাদের জঙ্গিবিমানগুলোকে উড্ডয়নের জন্য প্রস্তুত রেখেছে। গতকাল বুধবার চীন ও রাশিয়ার ছয়টি বিমান দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করে। দক্ষিণের জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানায়, ভোরের আগে স্থানীয় সময় ৫টা ৫০ মিনিটের দিকে চীনের দু’টি এইচ-৬ বোমারু বিমান দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব উপকূলের কাছে কোরিয়া আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (কাদিজ) একাধিকবার প্রবেশ ও পরে বের হয়ে যায়। কয়েক ঘণ্টা পর বিমান দু’টি আরো ছয়টি রুশ যুদ্ধবিমানকে সাথে নিয়ে জাপান সাগর থেকে ফের কাদিজে ঢুকে পড়ে এবং ১৮ মিনিট পর ওই এলাকা ছাড়ে। রুশ বিমানগুলোর মধ্যে টিইউ-৯৫ বোমারু বিমান ও এসইউ-৩৫ জঙ্গিবিমান ছিল বলে জানিয়েছে জেসিএস। জাপান সাগর দক্ষিণ কোরীয়দের কাছে পূর্ব সাগর হিসেবে পরিচিত। ‘কাদিজে রুশ ও চীনা উড়োজাহাজের প্রবেশের আগেই সম্ভাব্য আকস্মিক কোনো ঘটনার প্রস্তুতিতে কৌশলগত ব্যবস্থা কার্যকরে বিমান বাহিনীর যুদ্ধবিমানকে প্রস্তুত থাকতে বলে আমাদের সামরিক বাহিনী’ বিবৃতিতে বলেছে জেসিএস।