Naya Diganta

পশ্চিমতীরে সীমালঙ্ঘন করছে ইসরাইল

জাতিসঙ্ঘের মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার সমন্বয়কারী টোর ওয়েন্সল্যান্ড সোমবার হুঁশিয়ারি দিয়েছেন যে পশ্চিমতীরে ইসরাইল সীমালঙ্ঘন করছে।

তিনি নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে বলেন, সম্প্রতি অবরুদ্ধ পশ্চিমতীর এবং ইসরাইলে সহিংসতার মাত্রা অনেক বেড়ে গেছে। ফিলিস্তিনের সাধারণ নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে ইসরাইল। পাল্টা আক্রমণ করছে ফিলিস্তিনিরা। অস্ত্রের ব্যবহার বেড়েছে। এছাড়া বসতিস্থাপন সংশ্লিষ্ট সহিংতাও বেগে গেছে। এর ফলে সাধারণ মানুষকে চরম দুর্ভাগ পোহাতে হচ্ছে। তাই দেশ দুটিকে দ্বন্দ্বের সমাধানের জন্য রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসার আহ্বান জানান তিনি।

টোর ওয়েন্সল্যান্ড বলেন, ‘সাধারণ মানুষকে হামলার শিকার বানানো কোনোভাবেই মেনে নেয়া যায় না। সহিংসতা বন্ধ করতে হবে। কারণ বর্তমান অবস্থা কারো জন্য স্থিতিশীল ও নিরাপদ নয়।’

নিরাপত্তা পরিষদে বৈঠকের পর জাতিসঙ্ঘে ফিলিস্তিনি প্রতিনিধি রিয়াদ মনসুর তার দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।

সূত্র : মিডল ইস্ট মনিটর