Naya Diganta

সৈয়দপুরে ছাগল আলুরক্ষেত খাওয়ায় দুই পক্ষের হাতাহাতিতে একজনের মৃত্যু

সৈয়দপুরে ছাগল আলুরক্ষেত খাওয়ায় দুই পক্ষের হাতাহাতিতে একজনের মৃত্যু।

নীলফামারীর সৈয়দপুরে ছাগলে আলুক্ষেত খাওয়ায় দুই পক্ষের মহিলাদের হাতাহাতিতে তাসলিমা বেগম (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ হাতাহাতির ঘটনাটি ঘটে।

তাসলিমা উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের উত্তর তেলিপাড়ার আব্দুস সাত্তারের স্ত্রী।

পুলিশ জানায়, সকাল ১১টার দিকে প্রতিবেশী মানিক হোসেনের একটি ছাগল আব্দুস সাত্তারের আলুক্ষেতে ঢুকে আলুক্ষেত নষ্ট করে। এ নিয়ে বিকেল ৫টার দিকে দুই পরিবারের মধ্যে ঝগড়া বাঁধে। একপর্যায়ে ছাগলের মালিক মানিকের স্ত্রী রুবি বেগমের সাথে আলুখেক্ষেতের মালিক আব্দুস সাত্তারের স্ত্রী তাসলিমার হাতাহাতির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়ে তাসলিমা বেগম ঘটনাস্থলে মাটিতে লুটয়ে পড়েন। স্থানীয়রা আহত তাসলিমাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে
তিনি মারা যান।

কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ইতোমধ্যে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে থানায় নেয়া হচ্ছে। কাল বুধবার ময়নাতদন্তের জন্য লাশ নীলফামারী সদর হাসপাতালে পাঠানো
হবে। এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা করার প্রস্তুতি চলছে। তবে রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।