Naya Diganta

মোসাদ্দেকের ব্যাটে লড়াই করছে বাংলাদেশ

মোসাদ্দেকের ব্যাটে লড়াই করছে বাংলাদেশ

ব্যাটিং ধসের পর মোসাদ্দেকের ব্যাটে লড়াই করছে বাংলাদেশ। আজ ভারত ‘এ’ দলের বিপক্ষে ২ রানে ২ উইকেট হারানোর পর, ২৬ রানে হারায় ৫ উইকেট। তবে মোসাদ্দেকের সাহসী ব্যাটিংয়ে খানিকটা ভদ্রস্থ দেখাচ্ছে ইনিংস। অর্ধশতক তোলে নিয়েছেন এই অলরাউন্ডার।

দু’টি চার দিনের সাদা পোশাকের ম্যাচ খেলতে ভারত ‘এ’ দল এখন বাংলাদেশে। কক্সবাজারে আজ থেকে শুরু হয়েছে প্রথম চার দিনের ম্যাচ। বাংলাদেশ ‘এ’ দলকে আগে ব্যাটিংয়ে পাঠায় সফরকারীরা। তবে আগে ব্যাটিংয়ে নেমে একেবারেই ভালো হচ্ছে না বাংলাদেশের ব্যাটিং।

ওপেনিংয়ে নামা জাতীয় টেস্ট দলের নিয়মিত ওপেনার মাহমুদুল হাসান জয় ফিরেন ১ রান করে, খানিক বাদে কোনো রান না করেই জাকির হাসানও তার পথ ধরেন। নাজমুল হোসেন শান্ত পাল্টা আক্রমণ শুরু করলেও ১৯ রানেই থামে তার ইনিংস। এর মাঝে মুমিনুল হকও ফিরেন, তার ব্যাটে আসে ৪ রান।

মুমিনুল ফেরার পর দ্রুত ফিরেন অধিনায়ক মিথুন আলিও। ১৩ বল খেলেও কোনো রান যোগ করতে পারেননি নামের পাশে। সেখান থেকে একা হাতে দলকে টেনে তুলতে থাকেন মোসাদ্দেক। একপ্রান্ত আগলে আগ্রাসী মেজাজে খেলতে থাকেন তিনি। এর মাঝে জাকির আলি অনিকও ফিরেন ব্যক্তিগত ৪ রানে। তবে তাইজুল ইসলামকে সাথে নিয়ে এখন পর্যন্ত ৩৭ রানের জুটি গড়েছেন মোসাদ্দেক। ফলে দলের স্কোর এখন ১০০/৬। মোসাদ্দেক অপরাজিত আছেন ৬২ রানে।

ভারতের হয়ে নবদ্বীপ সাইনি ৩, আর মুকেশ কুমার শিকার করেন ২ উইকেট। একটি উইকেট নিয়েছেন  অতীত শেঠ।