Naya Diganta

সিলেট মহানগরী জামায়াতের আমির-সেক্রেটারিসহ ৭ নেতা কারাগারে

সিলেট মহানগরী জামায়াতের আমির-সেক্রেটারি ও ছাত্রশিবিরের মহানগরী সভাপতি আব্দুল্লাহ আল ফারুকসহ জামায়াত-শিবিরের সাত নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। উচ্চ আদালত থেকে জামিনে থাকা এ জামায়াত নেতারা গতকাল সোমবার জামিনের জন্য সিলেটের নিম্ন আদালতে হাজির হন। এ সময় আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।


জামায়াতের প্রতিবাদ : সিলেট জামায়াত নেতাদের কারাগারে পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেন, জামায়াতে ইসলামী সিলেট মহানগরী আমির মুহাম্মাদ ফখরুল ইসলাম, নায়েবে আমির সোহেল আহমাদ ও সেক্রেটারি মো: শাহজাহান আলীসহ মোট সাতজন নেতাকর্মীকে সরকারের দায়ের করা মিথ্যা ও সাজানো মামলায় কারাগারে পাঠানো হয়েছে। তারা উচ্চ আদালত থেকে জামিনপ্রাপ্ত ছিলেন। তারা জামিনের জন্য সিলেটের নিম্ন আদালতে হাজির হন। কিন্তু সরকারের দায়ের করা মিথ্যা ও সাজানো মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিবৃতিতে তিনি আরো বলেন, সরকার তাদের মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানোর ব্যবস্থা করে তাদের মৌলিক অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপ করেছে। যা আইন ও সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি আটককৃত জামায়াতে ইসলামীর সব নেতাকর্মীকে অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি দেয়ার আহ্বান জানান।


অপর এক বিবৃতিতে সিলেট জামায়াত বলেন, উচ্চ আদালত থেকে আগাম জামিন এবং নিয়মিত হাজিরা থাকা সত্ত্বেও জামিন নামঞ্জুর করে নেতাদের কারাগারে প্রেরণের ঘটনায় সিলেটবাসী বিস্মিত। অবিলম্বে সিলেট জামায়াত-ছাত্রশিবিরের নেতারাসহ ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরীণ সব রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।