Naya Diganta

পঞ্চম শ্রেণীর প্রস্তুতি : বিজ্ঞান - পর্বসংখ্যা-৯৫

সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘নবম অধ্যায় : আমাদের জীবনে প্রযুক্তি’ থেকে ১৫টি শূন্যস্থান পূরণ করোনিয়ে আলোচনা করা হলো।
শূন্যস্থান পূরণ করো

১. অন্য প্রাণী থেকে মানুষ ভিন্ন, কারণ মানুষ--- ব্যবহার করে।
উত্তর : অন্য প্রাণী থেকে মানুষ ভিন্ন, কারণ মানুষ প্রযুক্তি ব্যবহার করে।
২. প্রযুক্তির লক্ষ্য--- নিয়ন্ত্রণ করা।
উত্তর : প্রযুক্তির লক্ষ্য পরিবেশ নিয়ন্ত্রণ করা।
৩. সময় মেনে চলতে যে প্রযুক্তি অবদান রেখেছে তা হলো--- ।
উত্তর : সময় মেনে চলতে যে প্রযুক্তি অবদান রেখেছে তা হলো ঘড়ি।
৪. নতুন প্রযুক্তি উদ্ভাবনের মূল উৎস হলো--- ।
উত্তর : নতুন প্রযুক্তি উদ্ভাবনের মূল উৎস হলো বিজ্ঞান।
৫. প্রযুক্তির বিকাশে--- আবিষ্কার একটি উল্লেখযোগ্য অবদান।
উত্তর : প্রযুক্তির বিকাশে চাকা আবিষ্কার একটি উল্লেখযোগ্য অবদান।
৬. প্রযুক্তির যথাযথ ব্যবহারে--- এর জ্ঞান জানা প্রয়োজন।
উত্তর : প্রযুক্তির যথাযথ ব্যবহারে পার্শ্বপ্রতিক্রিয়া এর জ্ঞান জানা প্রয়োজন।
৭. অন্য সব প্রাণী থেকে মানুষের জীবনধারা--- ।
উত্তর : অন্য সব প্রাণী থেকে মানুষের জীবনধারা ভিন্ন।
৮. মানুষ তার পরিবেশকে--- করতে পারে।
উত্তর : মানুষ তার পরিবেশকে নিয়ন্ত্রণ করতে পারে।
৯. মানুষ আগুন জ্বালানো ও নিয়ন্ত্রণ করা শিখেছে প্রায়--- বছর আগে।
উত্তর : মানুষ আগুন জ্বালানো ও নিয়ন্ত্রণ করা শিখেছে প্রায় পঞ্চাশ বছর আগে।
১০. --- উদ্ভাবনের উৎস।
উত্তর : প্রয়োজনবোধ উদ্ভাবনের উৎস।
১১. আধুনিক প্রযুক্তির সবচেয়ে বড় বিস্ময় হলো---।
উত্তর : আধুনিক প্রযুক্তির সবচেয়ে বড় বিস্ময় হলো তথ্যপ্রযুক্তি।
১২. বিজ্ঞান ও প্রযুক্তি গভীরভাবে---।
উত্তর : বিজ্ঞান ও প্রযুক্তি গভীরভাবে সম্পর্কিত।
১৩. বিজ্ঞানের অগ্রগতি--- ওপর নির্ভরশীল।
উত্তর : বিজ্ঞানের অগ্রগতি প্রযুক্তির ওপর নির্ভরশীল।
১৪. জৈবপ্রযুক্তির একটি দিক হলো---।
উত্তর : জৈবপ্রযুক্তির একটি দিক হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং।
১৫. --- জ্ঞান ও অদক্ষতা নিয়ে প্রযুক্তি ব্যবহার করা উচিত নয়।
উত্তর : অস্পষ্ট জ্ঞান ও অদক্ষতা নিয়ে প্রযুক্তি ব্যবহার করা উচিত নয়।