Naya Diganta
প্রকাশনা

প্রয়োজনীয় বই-The Royel-Question Bank With Solutions & Reference (Written)

প্রকাশনা

বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য দি রয়েল সায়েন্টিফিক পাবলিকেশন্স থেকে সম্প্রতি The Royel-Question Bank With Solutions & Reference (Written) নামক পদার্থবিজ্ঞান ১ম ও ২য় পত্র, রসায়ন ১ম ও ২য় পত্র, উচ্চতর গণিত ১ম ও ২য় পত্র বইগুলো সম্প্রতি প্রকাশ হয়েছে। বইগুলোতে বুয়েট ভর্তি পরীক্ষায় আসা বিগত ২২ বছরের প্রতিটি প্রশ্নোত্তরের রেফারেন্স ও বিস্তারিত ব্যাখ্যা ও সূত্রসহ উত্তর রয়েছে। এ ছাড়া বইগুলোতে যেসব প্রশ্ন বুয়েট ভর্তি পরীক্ষায় পুনরায় আসতে পারে সে সব প্রশ্ন সাজেশন্স আকাওে বিস্তারিত দেয়া আছে। এ ছাড়া বইগুলোতে গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের আদলে ২০টি মডেল টেস্ট উত্তরসহ রয়েছে, যেগুলো তোমরা অনুশীলন করতে পারো। সেই সাথে দ্বিতীয় খণ্ডে দেয়া উত্তরের সাথে মিলিয়ে তোমাদেও প্রস্তুতিটাকে যাচাই করে নিতে পারো। সুন্দর প্রচ্ছদ ও মোড়কে আর সাদা অফসেট পেপারে ছাপানো বইগুলো ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার প্রস্তুতি নিতে সহায়ক হবে। বইগুলো নীলক্ষেত ও বাংলাবাজারের লাইব্রেরি ছাড়াও সারা দেশের লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে। যোগাযোগ : দি রয়েল সায়েন্টিফিক পাবলিকেশন্স, ৩৮ বাংলাবাজার, ঢাকা।
ফোন : ০১৮১৯১৪৬৮৬৭, ০১৬৭৬৫৩২৪০৭