Naya Diganta

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের পতাকা বিকৃতির অভিযোগ

গ্যালারিতে ইরানের পতাকা হাতে সমর্থক

একটি অনলাইন পোস্টে ইরানের পতাকা থেকে প্রতীক মুছে ফেলার জন্য যুক্তরাষ্ট্রের দলের বিরুদ্ধে ফিফার কাছে অভিযোগ দায়ের করবে দেশটির ফুটবল ফেডারেশন। রোববার সংস্থাটির আইন উপদেষ্টা এই কথা বলেছেন।

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের সাথে আগামীকাল মঙ্গলবার ইরানের গুরুত্বপূর্ণ একটি ম্যাচ রয়েছে।

যুক্তরাষ্ট্রের ফুটবল দলের টুইটার ব্যানারে ইরানের পতাকার মাঝের প্রতীকটি ছাড়াই দেয়া হয়েছে। লাল, সাদা এবং সবুজ রঙের পতাকার কেন্দ্রে ‘আল্লাহ’ লেখাটি দেশটির ১৯৭৯ সালের বিপ্লবের সাথে যুক্ত একটি প্রতীক।

গত ২৫ নভেম্বর একই ধরনের বিকৃত পতাকা ব্যবহার করা হয়েছে দলটির অফিসিয়াল টুইটার এবং ইনস্টাগ্রাম পোস্টগুলোতে।

তীব্র সমালোচনার মুখে রোববার বিকেলে যুক্তরাষ্ট্র ফুটবল দলের টুইটার ব্যানারে ইরানের পতাকাটি সংশোধন করে দেয়া হয়েছে। আর সরিয়ে দেয়া হয়েছে পোস্টগুলো।

সূত্র : মিডল ইস্ট আই