Naya Diganta

সমর্থন করেন ব্রাজিল, পছন্দ করেন মেসিকে, ভালো লাগে ফ্রান্সকেও

সমর্থন করেন ব্রাজিল, পছন্দ করেন মেসিকে, ভালো লাগে ফ্রান্সকেও

বিশ্বকাপ ফুটবলের আগুনে পুড়ছে গোটা বিশ্ব, স্বাভাবিকভাবেই বাংলাদেশ তার বাইরে নয়। দ্য শো অন আর্থ ছুঁয়ে গেছে সব পেশার মানুষের মাঝে। যথারীতি তার আমেজ স্পর্শ করেছে বাংলাদেশ ক্রিকেটকেও। এবার ফুটবল বিশ্বকাপ নিয়ে কথা বললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানালেন তার সমর্থিত দল ও প্রিয় ফুটবলারের কথা।

ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক নাজমুল হাসান পাপন, আর্জেন্টিনাকেও বলছেন শক্তিশালী দল, তবে তিনি মুগ্ধ হয়েছেন ফ্রান্সের খেলায়। আর প্রিয় ফুটবলার লিওনেল মেসি, সেরা বলছেন রোনালদোকেও।

রোববার (২৭ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের ফাইনাল ম্যাচ দেখতে এসেছিলেন তিনি। সেখানেই ফুটবল নিয়ে কথা বলেন বোর্ড প্রধান।

এই সময় নিজের প্রিয় দল নিয়ে বোর্ড প্রধান বলেন, ‘আমি মূলত ছোটবেলা থেকে যে জিততো, তাকেই সাপোর্ট করতাম। যখন বোঝা শুরু করলাম, তখন পাশের সবাই বলে ব্রাজিল, তাই আমিও ব্রাজিল করি। ব্রাজিল যেহেতু আমার দল, তাদের তো সমর্থন দেবোই।’

ব্রাজিলের সমর্থক হলেও আর্জেন্টিনাকে মূল্যায়ন করতে কার্পন্য করেননি বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আর্জেন্টিনা অবশ্যই সাংঘাতিক দল। এক মেসিই তো যথেষ্ট। সমস্যা হচ্ছে এক মেসিকে দিয়ে দল চালানো কঠিন। ওদের অন্য কাউকে তেমন চোখে পড়েনি। অবশ্যই মেসি সেরা, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমি ওর ভক্ত। কিন্তু আমি বলতে চাচ্ছি যে, বেশি মেসি নির্ভর মনে হয়েছে আর্জেন্টিনাকে।’

মেসি ভক্ত বলে রোনালদোকেও যে পছন্দ করেন না, তা নয়। রোনালদো সম্পর্কে নাজমুল হাসান পাপন বলেন, ‘রোনালদোকেও আমি খুব পছন্দ করি।’

এই সময় ফ্রান্সের খেলা ভালো লেগেছে বলে জানান পাপন। তিনি বলেন, ‘আমার ফ্রান্সের খেলা খুব ভালো লেগেছে এবার।’