Naya Diganta

রাজধানীতে জামায়াতের মশারি বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের খিলগাঁও দক্ষিণ থানার উদ্যোগে মশাবাহিত ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব ঠেকাতে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে গতকাল মশারি বিতরণ করা হয়। দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া প্রধান অতিথি থেকে রাজধানীর খিলগাঁও এলাকায় ছিন্নমূল ও আসহায় মানুষের মধ্যে মশারি বিতরণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগরী মজলিশে শূরা সদস্য ও খিলগাঁও পূর্ব থানা আমির মুহাম্মদ শাহজাহান, মহানগরী মজলিসে শূরা সদস্য ও খিলগাঁও দক্ষিণ থানার সেক্রেটারি সাজেদুর রহমান শিবলী, থানা কর্মপরিষদ সদস্য জহিরুল হক সেলিম, শেখ মোহাম্মদ, আবিদুর রহমান, ইসাহাক মিয়া, মাহমুদুল হাসান, জামায়াত নেতা সাইফুল ইসলামসহ নেতৃবৃন্দ।
মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেন, জামায়াতে ইসলামী মনে করে এ দেশের ১৮ কোটি মানুষ ও বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি আমাদের কাছে আমানত। কারণ এ দেশের অসহায় মানুষগুলো সব রাজনৈতিক দলকে খুব ভালোভাবে দেখে ও বুঝে গিয়েছে, আসলে যারাই ক্ষমতায় গিয়েছে তারা দুর্নীতি ও নিজেদের আখের গোছাতেই ব্যস্ত থেকে জনগণের সম্পদ আত্মসাৎ করেছে। জনগণের ভাগ্য পরিবর্তনে তারা কোনো ভূমিকা রাখেনি। আমরা দেশের জনগণকে আশ্বস্ত করতে চাই, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণের ন্যয্য পাওনা ঘরে ঘরে পৌঁছিয়ে। বিজ্ঞপ্তি।